Pages

Wednesday, September 16, 2015

Constitution: Chapter 1 The Republic

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে, দেশ পরিচালনার জন্য একটি নতুন সংবিধানের প্রয়োজন পরে। সংবিশান হলো রাষ্ট্রে মূল ও সর্বোচ্চ আইন; রাষ্ট্রের মৌলিক আইনের দলিল।স্বাধীনতার পর ১১ জানুয়ারি, ১৯৭২ সালে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধানের আদেশ জারি করেন। সেই ধারা অনুযায়ী  রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরি ২৩ মার্চ ১৯৭২ সালে গণপরিষদ আদেশ জারি করেন। এই আদেশ অনুযায়ী ১৯৭০ সালের নির্বাচিত জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে গণপরিষদ গঠিত হয়। সদস্য সংখ্যা ছিল ৪০৩ জন; এবং সদস্যপদ হারিয়েছিলেন ৬৬ জন।

এই গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে (১১ এপ্রিল ১৯৭২) ড. কামাল হোসেনকে সভাপতি করে সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যের একটি কমেটি গঠন করা হয়। একই বছর ১৭ এপ্রিল থেকে  ৮মে পর্যন্ত এই কমেটি বিভিন্ন পর্যায়ে বৈঠক করে এবং জনগণের মতামত সংগ্রহের জন্য মতামত আহব্বান কারা হয়। সংগ্রহীত মতামত থেকে ৯৮ টী সুপারিশ গ্রহন করা হয়।  ১০ জন ১৯৭২ সংবিধান প্রণয়ন কমেটি খসড়া সংবিধান অনুমোদন করে। ১২ অক্টোবর তৎকালীন আইন মন্ত্রী ড. কামার হোহেন সংবিধান বিল গণপরিষদে উথাপন করেন।  ৪ নভেম্বর ১৯৭২ খসড়া সংবিধানটি গণপরিষদে গৃহীত হয়। এবং এই দিনটিকেই সংবিধান দিবস হিসেবে আখ্যায়িত করা হয়। হস্তলিখিত খসড়া সংবিধান্নে সাক্ষর প্রদান করা হয় ১৪ ও ১৫ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে প্রথম সংবিধান কার্যকর হয় এবং গণপরিষদ ভেঙ্গে দেওয়া হয়।

Sunday, September 13, 2015

Code of Civil Procedure: Section 121 to 128 Power to Supreme Court to Making Rule.

The object of the Code of Civil Procedure Code is to consolidate and amend the laws relating to the procedure of Courts of Civil Judicature.  Before 1859 there was no law governing the Civil Procedure.  There were different systems of civil procedure rules in different parts of the Country. For the first time the Code of Civil Procedure was codified in 1859. But that weren’t applicable to the Supreme Courts in the Presidency Towns and to the Presidency Small Cause Courts. Some amendments were made but there were many defect in it, and therefore, a new Code was enacted in 1877. The third Code was enacted in 1882 repealing the Code of 1877. In 1908 the present Code was enacted repealing the Code of 1882 and amend time to time. After the emergence of Bangladesh the Code was amended by Act VIII of 1973 and Act LIII of 1974 adapting it to change the situation. To cope the problems arises after liberation war some substantive amendments were made by the Law Reforms Ordinance, 1978 and the Code of Civil Procedure Ordinance 1983. Later by Act XXXII of 1989 certain provisions were made relating to temporary and ad interim injunction.  In 2003 parliament passed three amendment Acts.
1.      By Act III of 2003 provisions have been made for mediation and arbitration.
2.      By Act XXIX of 2003
3.      By Act XL of 2003 the previous amendment Act XXXII of 1989 were repealed.
Lastly by Act VIII of 2006 further amendment has been made with same object of restrain the delay in adjudication of deputes.


Constitution: Fundamental Principles of State policy Article 8 to 25 Part 1
জুডিশিয়ারি নোট

আমরা একটা রোবট বানিয়েছি, কিন্তূ তার জন্য কোন প্রোগ্রাম সেট করে দেওয়া হয় নাই অর্থাৎ তাকে কোন কোন গাইড লাইন দেওয়া হল না, তাহলে এখন সে কি করবে ? হয়তবা সে তার ইচ্ছা অনুযায়ী কাজ করবে, নয়তবা সে কিছুই করবে না। ঠিক এমনি ভাবে একটি সরকার নিয়োগ হয় সেই দেশের জনগনের ভোটের মাধ্যমে, এখন এই নির্বাচিত সরকারকে যদি কোন গাইডলাইন দেওয়া না হয়, তাহলে সে ঠিক সি রোবট এর মত হয় নিজ ইচ্চামত সব লুটে পুটে খেয়ে নিবে, নয়তবা কোব কাজই করবে না। এই পরিপেক্ষিতে বাংলাদেশের মৌলিক আইন বাংলাদেশ সংবিধানে কতিপয় রাষ্ট্রপরিচালনার মৌলিক নীতি গৃহীত হয়, যাতে সরকার জনকল্যাণকর কাজে উৎসাহিত হয়।

সর্বপ্রথম ১৯৩৭ সালে আয়ারল্যান্ডের সংবিধানে রাষ্ট্রপরিচালনার মূলনীতি সংযোজিত হয়। এরপর ১৯৪৮ সালে বার্মার সংবিধানে, এর ১৯৫০ সালে ভারতের সংবিধানে এই সুকল নীতি গৃহীত হয়। এই ধারাকে অনুসরণ করে আমাদের ১৯৭২ সালের সংবিধানেও কতগুলো রাষ্ট্রপরিচালনার মূলনীতি গৃহীত হয়।

Part II of the Constitution described the fundamental principles of State policy. It translate into words the socialist (সমাজত্রান্তিক) society envisioned (কল্পনা করা) by framers in the preamble it sets the economic, social and political goals which the Government is required to strive for. Directive or fundamental principle of state policy as a term of Constitutional jurisprudence has not got any universal definition but as the term indicates it means primarily those principles which are considered fundamental in the matters of policy formulating by the government from the view of Bangladesh Constitution. It may be said that Fundamental principles which act as fundamental guide to the policy making,

Judiciary Notes: Penal Code Part 2

Penal Code, 1860
পাস করা হয় 6th অক্টোবর ১৮৬০
১৮৬০ সালের ৪৫ নম্বর আইন।
কার্যকর হয় ১ম জানুয়ারি ১৮৬২।
মোট ধারা ৫১১ টি।
সর্বমোট পরিচ্ছেদ ২৩ টি।

উপমহাদেশে দন্ডবিধি প্রচলিত হওয়ার পূর্বেও দন্ডের বিধান ছিল, তবে এই ব্যাপারে সাধারণত ইসলামী আইন অনুসরণ করা হত। পরবর্তীতে ১৮০২, ১৮০৮, ১৮১৭, ১৮২৫ ও ১৮৩২ সালে অনেক রেগুলেশন জারি করা হয়১৮৩৩ সালের ব্রিটিশ পার্লামেন্ট সমগ্র ভারতবর্ষের জন্য একটি আইন কমিশন গঠন করে। লর্ড মেকলে প্রথম ভারতীয় আইন কমিশনের প্রধান ছিলেন। এই আইন কমিশনই প্তথম দন্ডবিধি প্রণয়ন করেন।

ধারা-২ Punishment of offences committed within Bangladesh
প্রত্যেক ব্যাক্তি বাংলাদেশের ভিতরে এই বিধির পরিপন্থি কোন কাজ করলেই অপরাধী হিসেবে গন্য হবে, এবং তার অপ্রাধের এই বিধির অধীনে দণ্ডিত হবে।

Related section:
Article 52 of Constitution:
রাস্ট্রপতি তাহার দায়িত্ব পালন করতে গিয়ে যদি এই বিধির পরিপন্থি কোন কাজ করে থাকেন, তবে তার বিরুদ্ধে কোন আদালত ফৌজদারি কার্যবিধি দায়ের ও কোন পরোয়ানা জারি করতে পারবেনা।

Section 132 of Penal Code:
সরাকারের অনুমোদন ব্যাতীত বাংলাদেশ সেনাবাহিনীর কোন অফিসার ও সৌনিকের বিরুদ্ধে কোন ফৌজদারি আদালতে কোন মামলা কারা যাবেনা।

Friday, September 11, 2015

Judiciary Notes: Code of Criminal Procedure Part 1

The Code of Criminal Procedure, 1899
Act of V of 1898 enacted 22nd March 1898, and come into force in 1st July 1898.

যা পূর্বের সকল আইনকে বিবেচনায় এবং কার্যকর রেখে তারসংজ্ঞে বর্তমান পরিস্থিতি যোগ করে সংকলিত হয়, তাকে আইনের ভাষায় কোড বলা হয়। ফৌজদারি কার্যবিধির গোড়াপত্তন হয় ১৭৯৩ সালের নয় নম্বর রেগুলেশন দ্বারা। সেই আইনে খুনী, চোর, ডাকাত প্রভৃতি অপরাধী ব্যক্তিদের ধরা এবং শাস্তি দিবার অধিকার ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়।  আবার ১৮০৭ সালের নয় নম্বর রেগুলেশন দ্বারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বৃদ্ধি করা হয়। তাকে একবছরের কারাদণ্ড এবং দুশো’ টাকা জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়। পরবর্তীতে ১৮৩৩ সালের ব্রিটিশ পার্লামেন্ট সমগ্র ভারতবর্ষের জন্য একটি আইন কমিশন গঠন করে। লর্ড মেকলে প্রথম ভারতীয় আইন কমিশনের প্রধান ছিলেন। এই আইন কমিশনই দন্ডবিধি প্রণয়ন করেন। এবং ১৮৪৭ সালের দণ্ডবিধিকে অবলম্বন করে একটি ফৌজদারি কার্যবিধি প্রণয়নের নির্দেশ প্রদান করে। তদনুযায়ী কমিশন একটি খসড়া বিধি প্রণয়ন করে। ১৮৫৩ সালে কমিশন এই আইনকে পরিক্ষা করে একটি সংশোধিত ফৌজদারি কার্যবিধির খসড়া প্রণয়ন করে। এই খসড়া ১৮৬১ সালে ফৌজদারি কার্যবিধিরূপে গৃহীত হয়।  এরপরে আরও ১৯ সংশোধনী পাস করা হয়ফৌজদারি কার্যবিধির এই সমস্ত সংশোধনকে একটি পুর্ণাগ রূপ দিতে একটি সিলেক্ট কমেটী গঠন করা হয়। তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে  ১৮৯৮ সালে ফৌজদারি কার্যবিধি পাস করা হয়। এটাই বর্তমান ফৌজদারি কার্যবিধি।