The object of the Code of Civil Procedure
Code is to consolidate and amend the laws relating to the procedure of Courts
of Civil Judicature. Before 1859 there
was no law governing the Civil Procedure.
There were different systems of civil procedure rules in different parts
of the Country. For the first time the Code of Civil Procedure was codified in
1859. But that weren’t applicable to the Supreme Courts in the Presidency Towns
and to the Presidency Small Cause Courts. Some amendments were made but there
were many defect in it, and therefore, a new Code was enacted in 1877. The
third Code was enacted in 1882 repealing the Code of 1877. In 1908 the present
Code was enacted repealing the Code of 1882 and amend time to time. After the
emergence of Bangladesh the Code was amended by Act VIII of 1973 and Act LIII
of 1974 adapting it to change the situation. To cope the problems arises after
liberation war some substantive amendments were made by the Law Reforms
Ordinance, 1978 and the Code of Civil Procedure Ordinance 1983. Later by Act
XXXII of 1989 certain provisions were made relating to temporary and ad interim injunction. In 2003 parliament passed three amendment
Acts.
1. By Act III of
2003 provisions have been made for mediation and arbitration.
2. By Act XXIX of
2003
3. By Act XL of 2003
the previous amendment Act XXXII of 1989 were repealed.
Lastly by Act VIII of 2006 further
amendment has been made with same object of restrain the delay in adjudication
of deputes.
The Code is divided is into two parts-
the first part is the body of the Code containing a number of sections and the
second is the First Schedule containing a number of Orders and Rules. The first
part deals with the provisions of substantive nature, laying down the general
principles of jurisdiction, while the First Scheduled relates to the procedure
and the method and manner in which the jurisdiction may be exercised. Another distinction
is the body of the Code containing the sections is fundamental and can be
amended only by parliament. On the other hand, the provisions of the First
Schedule may be amended by the Supreme Court Division as well in exercise the
power under s.122 of the Code.
“the Supreme Court may, from time
to time after previous publication, make rules regulating the procedure of each
Division of the Supreme Court and the procedure of Civil Courts subject to its
superintendence and may by such annul, alter or add to all or any of the rules
in the First Schedule. Sec-122”
দেওয়ানী আইন সর্বপ্রথম জারি
হয় ১৮৫৯ সালে। উক্ত আইন বিভিন্ন সময়ে সংশোধিত আবংগ পরিতোষ করিয়া উহার স্থলে ১৮৭৭
সালে অপর একটি দেওয়ানী আইন জারি করা হয়। নুতুন আইন্টি বিভিন্ন সময়ে সংশোধন করা হয় কিন্তু পরিশেষে পর্যাপ্ত গন্য না
হওয়ায় তাহা বাতিল করিয়া ১৮৮২ সালে অপর একটি আইন জারি করা হয়। পরবর্তীতে এই আইন
বিভিন্ন সময়ে প্রায় ১৪টি বৃহৎ সংশোধনী আনা হয়, তথাপিও উক্ত আইনটি দেওয়ানী
বিচারকার্য পরিচালনায় ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণিত না হওয়ায় তাহা রদ করিয়া বর্তমান
১৯০৮ সালে প্রণীত ও জারি করা হয়। বর্তমান
আইন পূর্ববর্তী সকল আইনকে একত্রিত এবং সংশোধিত করিয়াছে।
এই আইন ১৯০৮ সালের দেওয়ানী
কার্যবিধি নামে পরিচিত। ১৯০৯ সালের ১লা জানুয়ারি হইতে এই আইন কার্যকর হয়। ১৫৫ টি
ধারা এবং ৫০ টি আদেশ সম্বলিত ইহা একটি বিধিবধ আইন। সতুরাং দেওয়ানী কার্যবিধি দুইটি
ভাগে বিভক্ত। ইহার ধারাসমূহ সাধারন মুলনীতি রচনা এবং এখতিয়ার সৃষ্টি করে
পক্ষান্তরে আদেশ বা নিয়মাবলী নির্দেশ প্রদান করে এই ধারাসমূহের প্রয়োগ পদ্ধতির।
Rules in CPC
Matters which are general in nature and
matter in which it is essential that there should be uniformity in all court
have been kept in the Act (means sections). On the other hand minor matters
have been regulated to schedule as rules.
Section 121 to 128 of the CPC deal with
Rules laid down in First Schedule.
Power to Supreme Court to make Rules-
সুপ্রিম কোর্ট তার নিজের কার্যপ্রণালী (procedures) এবং subordinate
court সমুহের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করার জন্য বিধি প্রণয়ন করতে
পারে। এবং প্রথম তফশিলে বর্ণিত বিধি সুমুহ বাতি ও সংশোধনের এখতিয়ার রাখে।
বিধি প্রণয়নের সময় সুপ্রিম কোর্ট নিচের বিষয়
গুলো খেয়াল করবে-
১- বিধিটি দেওয়ানী কার্যবিধির কোন ধারার সাথে
অসামঞ্জস্য হবেনা।
২- বিধিটি অন্যকোন আইনের সাথে অসামাঞ্জস্য হবে
না।
৩- বিধিটি Latter Patent এর সাথে বিরোধী হবে না।
The Rule Committee: ধারা ২৩
১২২ ধারায় উল্ল্যেখিত উদ্দেশ্যে Rule Committee নামে একটি কমেটি
গঠন করবে। নিম্নাক্তো ব্যাক্তিদের মধ্যে থেকে।
১- সুপ্রিম কোর্টের তিনজন বিচারক যাদের মধ্যে
একজন অবশ্যই তিন বৎসর জেলা জজ হিসেবে চাকরী করার অভিজ্ঞতা রাখে।
২- সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে এমন দুইজন
আইঞ্জজীবি।
৩- হাইকোর্ট বিভাগের অধীনস্থ দেওয়ানী আদালতের
একজন বিচারক।
এই কমেটির সদস্যগণ(মোট ছয় জন সদস্য) প্রধান
বিচারপতি দ্বারা নিয়োগপ্রাপ্ত হবেন। তিনি তাদের মধ্যে হতে
একজনকে প্রেসিডেন্ট হিসেবে
নিয়োগ দিবেন। কিন্তু যদি প্রধান বিচারপতি নিজেকে সদস্য হিসেবে নিযুক্ত করেন তাহলে
তিনিই কমেটির প্রেসিডেন্ট হবেন। ছাড়া তিনি কমেটির জন্য একজন সচিব নিয়োগ দিবেন।
ধারা- ২৮ যে নিম্নলিখিত
বিষয়সুমুহে সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন করিতে পারেনঃ
১- বিশেষ ও নির্দিষ্ট কোন এলাকায় সমন, নোটিশ বা
অন্য কোন পরোয়ানা জারির ক্ষেত্রে।
২- ক্রোককৃত জীবজন্তু বা অন্য সকল স্থাবর
সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও বিষোয় সম্পর্কে।
৩- পাল্টাদাবীর(counter claim) মামলার procedure,
jurisdiction এবং suit valuation নিদ্ধারণ
করার ক্ষেত্রে।
৪- ঋণ ক্রোক ও বিক্রয়ের অতিরিক্ত অথবা গার্নিশী
দায় সম্পর্কিত পদ্ধতি।
৫- বিবাদী যখন মামলা অপর পক্ষ অথবা অন্য কোন
ব্যাক্তির (যে মামলার পক্ষ নয়) নিকট ক্ষতিপূরণ দাবি করে তার কার্য পদ্ধতি
সম্পর্কে।
৬- স্থাবর সম্পত্তি উদ্ধারের মামলায় যখন landlord বাকি খাজনা mesne
profit দাবীসহ বা ব্যাতীত tenant এর বিপক্ষে
দাবী করে তার কার্য পদ্ধতি সম্পর্কে।
৭- সমন সৃষ্টি করার কার্যপদ্ধতি সম্পর্কে।
৮- বিভিন্ন মামলা, আপীল ও অন্যান্য কার্যক্রমের একত্রিকরণ
সম্পর্কে।
৯- আদালতের রেজিস্ট্রার বা অন্য কোন কর্মচারীর
উপর বিচারিক বা আধাবিচারিক কোন দায়িত্ব দেওয়ার পদ্ধতি সম্পর্কে।
১০-
দেওয়ানী আদালতের প্রয়োজনীয় সকল প্রকার ফরম ও কাগজ পত্রের বিধান সম্পর্কে।
MCQ
1.
First Schedule এ বর্ণিত বিধি গুলা CPC এর অবিচ্ছেদ্য অংশ বলা হয়েছে
কত ধারায়?
- ১২১
- ১২২
- ১২৩
2.
দেওয়ানী কার্যবিধির
কততম অধ্যায়ে বিধি সম্পর্কিত আলোচনা করা হয়েছে?
- ১০
- ১২
- ১৫
3.
দেওয়ানী কার্যবিধির
এর অধীনে rule committee গঠিত হয় কত ধারার আলোকে?
- ১২২
- ১২৩
- ১২৫
4.
CPC এর
কত ধারার অধীনে সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন করে?
- 125
- 126
- 127
5.
বিধি কমেটির সদস্যদের মেয়াদ হবে ?
- সরকার দ্বারা নিদ্ধারিত।
- প্রধান বিচারপতি দ্বাএয়া নিদ্ধারিত।
- দেওয়ানী কার্যবিধির ধারবলে নিদ্ধারিত।
6.
দেওয়ানী কার্যবিধিতে
মোট কতটি ধারা?
- ১৫৫
- ১৫১
- ১৫৮
7.
দেওয়ানী কার্যবিধিতে
মোট আদেশের সংখ্য কতোটি ?
- ৫১
- ৫০
- ৫৩
8.
ডিক্রি কয় ধরনের ?
- ২ ধরনের, প্রথমিক ও চুড়ান্ত।
- ৩ ধরনের, প্রাথমিক, চুড়ান্ত ও আংশিক প্রাথমিকা ও
আংশিক চুড়ান্ত।
9.
দেওয়ানী কার্যবিধিটি
কি ধরনের আইন ?
- Substantive
- Procedural
- Adjective
10. ডীক্রিতে কোনটি অন্তর্ভুক্ত থাকে ?
- মামলার কারণ
- পক্ষগনের অধিকার।
- দুইটাই
11. ডিক্রির সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়?
- ২(১)
- ২(২)
- ২(৩)